শিপরা সরকার

ShamimFire

Shamim

Monday, 28 December 2015

* মুখের ব্রণ সারান এখনি


ব্রণের সমস্যা কম বেশি সব নারীরইথাকে। বিশেষ করেযাদের তৈলাক্ত ত্বক, তারা ব্রণেরসমস্যায় সবসময়ই জেরবার।ছেলেদেরও এই সমস্যা থেকে মুক্তি নেই। ব্রণ দূরকরার জন্য বাজারে যেসব প্রসাধনী পাওয়া যায়, সেগুলোয়পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। এগুলো ব্রণ তো দূর করেই না, বরংকেমিক্যালের কারণে ত্বক কালচে ও রুক্ষ হয়ে যায়। তাইএসব পণ্য ব্যবহার না করে ঘরোয়া উপায়ে এর সমাধান করানিরাপদ। এক দিনেই ব্রণ দূর করুন।মুখের ব্রণ কীভাবে দূর করবেন সে
সম্বন্ধেবোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে কিছুউপায়ের কথা বলা হয়েছে। চাইলে এই পরামর্শগুলো একবারদেখে নিতে পারেন-সরিষা ও মধুসরিষাতে প্রচুর পরিমাণে স্যালিসিলিক এসিড রয়েছে, যা খুবসহজেই ব্রণের জীবনুকে ধংস করে। সামান্য সরিষাগুঁড়োর সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করে মুখেলাগান। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন,আপনার ব্রণ দূর হওয়ার পাশাপাশি ব্রণের দাগও দূর হবে।গ্রিন টি এর আইস কিউববেশি করে গ্রিন টিয়ের পাতা দিয়ে কড়া চা তৈরি করে নিন।এবার এই চা আইস ট্রেতে রেখে কিউব তৈরি করে নিন। এবারএই আইস কিউব দিয়ে ব্রণের ওপর ভালো ভাবে ঘষুন।এতে ব্রণের ফোলা ভাব ও চুলকানি কমে যাবে।টমেটো স্লাইসটমেটো ত্বকে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। এটিব্রণ দূর করার পাশাপাশি ত্বকের অন্যান্য ইনফেকশনজনিতসমস্যাও দূর করে। দিনে অন্তত দুইবার টমেটোর স্লাইসদিয়ে ত্বক ভালোভাবে ঘষুন। এটি আপনার ত্বকের ব্রণতৈরির ছত্রাক ধংস করবে।রসুনের রসযে কারণে ব্রণ তৈরি হয়, সেই জীবাণু ধ্বংস করতেরসুনের রস বেশ কার্যকরী। সামান্য পরিমাণে রসুনের রসব্রণের ওপর দিয়ে রাখুন। এবার শুকিয়ে গেলে মুখভালোভাবে ধুয়ে ফেলুন। রসুনের ঝাঁঝ ব্রণের চুলকানি দূরকরবে এবং ব্রণের জীবাণু চিরতরে ধংস করবে।ডিমের সাদা অংশের মাস্কপ্রথমে মুখের যেখানে যেখানে ব্রণ আছে,সেগুলোর ওপর লেবুর রস দিন। এবার পুরো মুখে ডিমেরসাদা অংশ মাস্কের মতো করে লাগান।২০ মিনিট অপেক্ষাকরুন। পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ব্রণ দূর করার পাশাপাশিমুখের কালচে ভাবও দূর করবে।অ্যাপল সিডার ভিনেগারব্রণ দূর করার আরেকটি কার্যকরী উপায় হলো অ্যাপল সিডারভিনেগার। একটি তুলার বলে অ্যাপল সিডার ভিনেগার লাগিয়েব্রণের ওপর লাগান। পাঁচ মিনিট রেখে দিন। দিনে অন্তত তিনথেকে চার বার এভাবে তুলা দিয়ে অ্যাপল সিডার ভিনেগারলাগান। দেখবেন, অনেক দ্রুত আপনারব্রণ দূর হয়ে যাবে।মুলতানি মাটি ও তেলএক টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে কয়েক ফোঁটাঅ্যাসেনশিয়াল অয়েল ও পানি মিশিয়ে প্যাক বানিয়ে মুখেলাগান। ১০ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ভালোকরেধুয়ে ফেলুন। দেখবেন, এক রাতের মধ্যেই আপনারমুখের ব্রণ দূর হয়ে যাবে।লেবুর রসঘুমানোর আগে তুলায় লেবুর রস লাগিয়ে ব্রণের ওপরদিয়ে রাখুন। এভাবে সারারাত রেখে দিন। দেখবেন, সকালেব্রণ শুকিয়ে যাবে এবং নিজে থেকেই মুখ থেকে খসেপড়বে।

No comments:

Post a Comment