শিপরা সরকার

ShamimFire

Shamim

Sunday, 20 December 2015

* [পড়াশোনা] শিক্ষণীয় বাংলা প্রবাদ বাক্য।


[পড়াশোনা] কতগুলো শিক্ষনীয় বাংলা প্রবাদ বাক্য!
১) সম্পদ আসে কচ্ছপের মত
আর যায় হরিণের মত।
২) নির্বোধের কথার উত্তর না দেয়াই
তার উত্তর।
৩) চরিত্রের কারণেই অনেক
সম্মানিত ব্যক্তি সম্মান হারিয়েছে
আবার অনেক নগণ্য
ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান।
৪) কোন ঘুমন্ত লোকের নিকট
বসে থাকা আর কোন
ঘুমন্ত লোকের পাশে না ঘুমানো
ভদ্রতার ব্যপার।

৫) যে কাউকে বিশ্বাস করে না
তাকে কেউ বিশ্বাস করে না।
৬) কোন মানুষকে সম্মান করা তার হৃদয়ের
মনি কোঠায়
প্রবেশের চাবির সমতুল্য।
৭) কোন জিনিসই অতিরিক্ত
হওয়া ভাল নয়
দুটি জিনিস ছাড়া।
এক: জ্ঞান দুই: ভদ্রতা।
৮) বিপদে হা হুতাশ করা
আরেকটি বিপদ।
৯) জ্ঞানীর সম্পদ হল তার
জ্ঞান আর মূর্খের
সম্পদ হল তার অর্থ।
১০) যদি বাঘের দাঁত বের
হয়ে থাকতে দেখ তবে মনে কর না
যে, সে হাঁসছে।
১১) জ্ঞানী আগে চিন্তা করে
পরে কথা বলে আর
নির্বোধ আগে কথা বলে পরে
চিন্তা করে।

No comments:

Post a Comment