শিপরা সরকার

ShamimFire

Shamim

Monday, 14 December 2015

* ফেসবুকের পিকচার রাঙিয়ে নিন বিজয়ের রঙে



১৬ই ডিসেম্বর বাঙালির ইতিহাসের সবচেয়ে গৌরবময়
দিন। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির দিন। এদিন
বিশ্বের মানচিত্রে সৃষ্টি হয় নতুন একটি সার্বভৌম
দেশ, বাংলাদেশ। ৪৫ বছর আগে আজকের এই দিনে পূর্ব
আকাশে উদয় হয়েছিলো হাজার বছরের শ্রেষ্ঠ সূর্য।
সেদিনের সেই সূর্যের আলোয় ছিলো নতুন দিনের স্বপ্ন।
আর এ স্বপ্নের জন্য প্রাণ দিয়েছিলেন ৩০ লক্ষ মানুষ।
তাদের প্রাণের বিনিময়ে আমাদের এ বিজয়, এ
স্বাধীনতা। ৪৫তম
মহান বিজয়ের মাসে আমাদের এ দেশ, আমাদের বিনম্র
শ্রদ্ধা, আমাদের ভালোবাসা বিশ্ব দরবার তুলে ধরতে
বিজয়৭১ এ আয়োজনটি করছে।

.
পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ফেইসবুক
ব্যবহারকারী আমাদের এ কর্মসূচিতে অংশগ্রহণ করতে
পারবে। এর জন্য শুধু
এখানে ক্লিক করুন http://nextBd.Cf

প্রোফাইল ছবি পরিবর্তন করুন
বাটনে ক্লিক করতে হবে এরপর ফেইসবুক প্রোফাইলে যে
ছবিটি থাকবে তার সাথে আমাদের দেশের জাতীয় পতাকা
যুক্ত হয়ে প্রোফাইল ছবি পরিবর্তন হয়ে যাবে।
১৬ই ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পুরো বিজয়ের মাস
জুড়ে এটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।
মহান বিজয়ের মাসে বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে
ফেইসবুকের প্রোফাইল পিকচার পরিবর্তন করার মধ্যমে
আমরা যেমন বিশ্ব দরবারে নিজেদেরকে ডিজিটাল
বাংলাদেশের বিজয়ী জাতি হিসাবে উপস্থাপন করতে
পারব তেমনি আমাদের সবার অংশগ্রহণের আমাদের মহান
বিজয় দিবস পাবে এক অন্য রকম আমেজ।
.
এ কর্মসূচি দ্বারা সর্বনিম্ন ১০ লক্ষ মানুষকে তাদের
প্রোফাইল পিকচার পরিবর্তন করানোর একটি লক্ষ্য
মাত্রা নির্ধারণ করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ
প্রযুক্তি বিভাগের সহয়তায় লোকাল অ্যাপস নির্মাতা
প্রতিষ্ঠান ইজি টেকনোলজি লিমিটেড এই ইভেন্ট
পরিচালনা করবে।
এই

No comments:

Post a Comment