শিপরা সরকার

ShamimFire

Shamim

Monday, 28 December 2015

* মনের মতো সঙ্গী পাওয়া কঠিন।


মনের মতো সঙ্গী খুঁজে পাওয়া একটু কঠিন।অনেক সময় শুধু সিদ্ধান্তহীনতার কারণেহতে হতেও হয় না। মনের মতো সঙ্গ খোঁজারকাজটা সহজ হয়ে যেতে পারে, যদিনিজেকে একবার যাচাই করে নেন। প্রথমেইভাবতে হবে আপনার কেন সঙ্গী নেই বাপুরনো সম্পর্ক কেন শেষ হয়ে
গেলো?অতীতে কি ভুল করেছেন এবং সেখান থেকেআপনি কি শিখেছেন? আর এখন কেমন সঙ্গীচান? নিজের হৃদয়ের কাছে এসব প্রশ্ন করুন।আর এই প্রশ্নের উত্তরগুলোই নতুন সঙ্গীপেতে অনেক সাহায্য করবে। ডয়চে ভেলেরএক প্রতিবেদনে সঙ্গী খুঁজে নেবায়কয়েকটিকৌশল বলে দেয়া হয়েছে। তো, দেখা যাক।ব্যক্তিত্ব ফুটিয়ে তুলুনআপনি নারী বা পুরুষ যেই হোন না কেনপ্রথমেই প্রয়োজন নিজের প্রতি গভীরভালোবাসা এবং শ্রদ্ধা। নিজেরব্যক্তিত্বকে ফুটিয়ে তুলুন। নিজের গুণ এবংযোগ্যতা সম্পর্কে সচেতন হোন। অর্থাৎনিজের ভেতরের ইতিবাচক দিকগুলো নিয়েভাবুন।স্বপ্নের মানুষস্বপ্নের মানুষ কিন্তু আপনার দরজায় এসে‘নক’ করবেনা। কাজেই বিভিন্ন অনুষ্ঠানেযেয়ে সবার সাথে মেলামেশা করুন। আপনিসঙ্গী খুঁজছেন সেকথা মাথায় ‘না’ রেখেইসহজভাবে কথা-বার্তা বলুন। নিজের হবিবা ভালো লাগার কথাও শেয়ার করতেপারেন সবার সঙ্গে। কাছের বন্ধুদের সঙ্গেওএ বিষয়ে কথা বলতে পারেন, হয়তো তারাআপনাকে সহযোগিতা করবে।সহজ থাকুনসঙ্গীর সঙ্গে প্রথম দেখা হলে ভয় বানার্ভাস না হয়ে একেবারে সহজ থাকুন।প্রথমদিনই এমন কোনো প্রশ্ন করবেননাযাতে আপনার সঙ্গী বিব্রত বোধ করেন।প্রথম দেখায় কিছুটা ভালো লাগলে বরংপরে কবে দেখা হবে সেই দিন তারিখ ঠিককরে নিন। বেশি সিরিয়াস বিষয় নিয়ে কথানা বলে বরং ভ্রমণ, সিনেমা, বই, কিংবারেস্তোরাঁর গল্প করতে পারেন। সাবধান,কোনভাবেই প্রথমদিনই অসুখ-বিসুখ, টাকাপয়সা, ধর্ম বা রাজনীতির কথা নয়!হাসতে নেই মানা!অনেক নারী, পুরুষই পরিচয় পর্বকে কিছুটা‘মানসিক চাপ’ বলে মনে করেন এবং ভাবেনতাদের সঙ্গীকে মুগ্ধ করার জন্য বিশেষ কিছুদেখাতে বা করতে হবে। আসলে তেমন কিছুকরার প্রয়োজনই নেই। বার্লিনের মাক্স-প্লাংক ইনস্টিটিউটের এক গবেষণায় দেখাগেছে, মুখে একটু হাসি রেখে আর আড়ষ্ট নাথেকে শরীরের সহজ চালচলই যথেষ্ট।অন্যজনকে গুরুত্ব দিনআপনার উল্টো দিকে যিনি বসে আছেন তারপ্রতি আগ্রহ দেখান, নিজে কথা বলারচেয়ে তার কথা মনোযোগ দিয়ে শুনুন। এমনপ্রশ্ন করুন যেন তার উত্তর শুধু হ্যাঁ বা না,না হয়। যেমন প্রশ্ন হতে পারে, আপনিঅন্যশহর ছেড়ে এখানে এসেছেন কেন?আর হ্যাঁ, ভালোবাসা চিরসবুজ, যেভাবেযত্ন করবেন, সেভাবেই থাকবে।

No comments:

Post a Comment