১৬ই ডিসেম্বর বাঙালির ইতিহাসের সবচেয়ে গৌরবময়
দিন। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির দিন। এদিন
বিশ্বের মানচিত্রে সৃষ্টি হয় নতুন একটি সার্বভৌম
দেশ, বাংলাদেশ। ৪৫ বছর আগে আজকের এই দিনে পূর্ব
আকাশে উদয় হয়েছিলো হাজার বছরের শ্রেষ্ঠ সূর্য।
সেদিনের সেই সূর্যের আলোয় ছিলো নতুন দিনের স্বপ্ন।
আর এ স্বপ্নের জন্য প্রাণ দিয়েছিলেন ৩০ লক্ষ মানুষ।
তাদের প্রাণের বিনিময়ে আমাদের এ বিজয়, এ
স্বাধীনতা। ৪৫তম
মহান বিজয়ের মাসে আমাদের এ দেশ, আমাদের বিনম্র
শ্রদ্ধা, আমাদের ভালোবাসা বিশ্ব দরবার তুলে ধরতে
বিজয়৭১ এ আয়োজনটি করছে।