শিপরা সরকার

ShamimFire

Shamim

Monday, 1 February 2016

SSC ২০১৬ বাংলা ১ম পত্র সৃজনশীল সেট (গ)


বাংলা প্রথম পত্রসৃজনশীল প্রশ্নসেটঃ (গ)মান : ৬০ক অংশ : গদ্য১। ১০ বছরের মা মরা মেয়ে রোকেয়াগৃহকর্মীর কাজ করে নিজের এবং অসুস্থ বাবার অন্ন সংস্থান করে। চিকিত্সার অভাবে রোকেয়াকে ছেড়ে এক দিন বাবা ইহধাম ত্যাগ করেন। দাফন-কাফনের খরচ এবং কবরের জায়গা না থাকায় রোকেয়া গাঁয়ের মোড়লের সহযোগিতা চেয়েখালি হাতে ফিরে আসে। অনন্যোপায় হয়ে বাবার মৃতদেহের পাশে বসে কাঁদতে থাকে। প্রতিবেশী জয়নাল এ খবর পেয়ে রোকেয়ার পাশে এসে দাঁড়ায় এবং যাবতীয় ব্যবস্থা করে।ক) কাঙালির মা তফাতে একটা উঁচু ঢিপির মধ্যে দাঁড়িয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত উত্সুক আগ্রহে চোখ মেলে কী দেখতে লাগল? ১খ) বড় বাড়ির গৃহিণীর মৃত্যুকে কোনো শোকের ব্যাপার বলে মনে হলো না কেন? ২গ) উদ্দীপকের জয়নাল এবং
‘অভাগীর স্বর্গ’ গল্পের অধর রায় একে অপরের বিপরীত—ব্যাখ্যা করো। ৩ঘ) উদ্দীপকে ফুটে ওঠা বিষয়টি ছাড়াও ‘অভাগীর স্বর্গ’ গল্পে অন্যান্য বিষয়ের আলোচনা রয়েছে—মন্তব্যটি বিশ্লেষণ করো। ৪২। দারিদ্র্যের কারণে নিলুফা বেশি পড়াশোনা করতে পারেনি। এসএসসি পাস করে একটি হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবেকাজ করছে। কাজের প্রতি তার দায়িত্বশীলতা দেখে প্রতিষ্ঠানের প্রায় সবাই তার প্রশংসা করে। তবে মাঝেমধ্যে কটু কথা শুনলে তার মনে খুব দুঃখ লাগে।ক) মমতাদি তার মাইনে কত টাকা হবে বলে আশা করেছিল? ১খ) লেখক জীবনময় লেনটাকে ‘যমালয়ের পথ’ বলে মনে করেছেন কেন?ব্যাখ্যা করো। ২গ) উদ্দীপকের নিলুফা ও ‘মমতাদি’ গল্পের মমতাদি চরিত্রের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। ৩ঘ) ‘‘উদ্দীপকের বিষয়বস্তু ‘মমতাদি’ গল্পের সামগ্রিক ভাব ধারণ করে না’’—যুক্তি সহকারে উক্তিটি ব্যাখ্যা করো। ৪৩। চৈত্রের শেষে ব্যবসায়ী আতিক সাহেবের মন আনন্দে ভরে ওঠে। নতুন বছরকে স্বাগত জানাতে তিনি উন্মুখ হয়ে থাকেন, যাতে পুরনো হিসাব-নিকাশ চুকিয়ে নব উদ্যমে ব্যবসায়িক কাজকর্ম চালাতে পারেন। তিনি মনে করেন, নববর্ষ বাঙালির ঐতিহ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধির প্রতীক।ক) ‘প্রত্যক্ষ অভিঘাত’ শব্দটি ‘পয়লা বৈশাখ’ রচনায় কোন প্রসঙ্গে ব্যবহূত হয়েছে? ১খ) নববর্ষ উদ্যাপনের ক্ষেত্রে কোন মৌলিক ঐক্যটি আমাদের চোখে পড়ে? ব্যাখ্যা করো। ২গ) উদ্দীপকটি ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের কোন দিকটি নির্দেশ করে? ব্যাখ্যা করো। ৩ঘ) ‘নববর্ষ বাঙালির ঐতিহ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধির প্রতীক’ এ বিষয়ে তোমার নিজস্ব অভিমত ব্যাখ্যা করো।৪খ অংশ : পদ্য৪। নামাজের ঘরে মোমবাতি মানে, দরগায় মানে দান,ছেলেরে তাহার ভালো কোরে দাও, কাঁদে জননীর প্রাণ।ভালো করে দাও আল্লা রাসুল, ভালো কোরে দাও পীর,কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন নীর।ক) শব্দ, ছন্দ, অলংকার ব্যবহার ও উচ্চমানের কাজ নির্মাণে ভারতচন্দ্র রায় গুণাকরের কিসেরপরিচয় পাওয়া যায়? ১খ) দেবী অন্নপূর্ণা কেন ঈশ্বরী পাটুনীকে শেষ পর্যন্ত তাঁর প্রকৃত পরিচয় দিলেন? ২গ) উদ্দীপকের জননীর সাথে ‘আমার সন্তান’ কবিতার প্রেক্ষাপট ভিন্ন—উক্তিটি বিশ্লেষণ করো। ৩ঘ) মিল থাকলেও উদ্দীপক ও ‘আমার সন্তান’ কবিতার প্রেক্ষাপট ভিন্ন—উক্তিটি বিশ্লেষণ করো। ৪৫। দৃষ্টিপ্রতিবন্ধী ফুলবানুর ইচ্ছা ছিল লেখাপড়া শিখে স্বনির্ভর হবে। বাবার সহযোগিতায় সে ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া শিখে পরবর্তী সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিযুক্ত হয়। দৃষ্টিপ্রতিবন্ধী হলেও তার অদম্য ইচ্ছার কাছে হার মেনেছে অন্ধত্বের অভিশাপ।ক) যতীন্দ্রমোহন বাগচী কত সালে জন্মগ্রহণ করেন? ১খ) জ্যৈষ্ঠ আসতে অনেক দেরি—কথাটা শুনে অন্ধবধূ অবাক হলো কেন? ২গ) উদ্দীপকের সঙ্গে ‘অন্ধবধূ’ কবিতার কোন অংশটি সাদৃশ্যপূর্ণ—ব্যাখ্যা করো। ৩ঘ) উদ্দীপকের ফুলবানু এবং ‘অন্ধবধূ’ কবিতার অন্ধবধূটির চরিত্র সম্পূর্ণ আলাদা মূল্যায়ণ করো। ৪৬। ভাষার দাবিকে ভূ-লুণ্ঠিত করার জন্য পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে পূর্ব বাংলায় ১৪৪ ধারা জারি করে। কিন্তু এ দেশের ছাত্রসমাজ প্রতিবাদমুখর হয়ে ১৪৪ ধারা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয়েরকলাভবন চত্বর থেকে মিছিল বের করে। মিছিলে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও গুলি চালালে সালাম, বরকত, রফিকসহ অনেকে শহীদ হন। অবশেষে সর্বস্তরের জনগণ এ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে।ক) কবি শামসুর রাহমান তাঁর কবিতারবিষয় ও উপাদানে কী ছিলেন? ১খ) স্বাধীনতার জন্যে থুত্থুরে বুড়ো, মোল্লা বাড়ির বিধবা আর অনাথ কিশোরী—কে কিভাবে অপেক্ষা করছে। ব্যাখ্যা করো। ২গ) উদ্দীপকে ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে—ব্যাখ্যা করো। ৩ঘ) উদ্দীপকটি ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার খণ্ডাংশের ভাবকে ধারণ করেছে মাত্র’—মন্তব্যটির যথার্থতা যাচাই করো। ৪গ অংশ : সহপাঠ৭। ‘মা কেঁদে কয়, ‘মঞ্জুলী মোর ওইতো কচি মেয়ে,ওরই সঙ্গে বিয়ে দেবে?—বয়সে ওর চেয়ে পাঁচ গুণ সে বড়;তাকে দেখে বাছা আমার ভয়েই জড়োসড়ো।এমন বিয়ে ঘটতে দেবো নাকো।’বাপ বললে, ‘কান্না তোমার রাখো!পঞ্চাননক কে পাওয়া গেছে অনেক দিনের খোঁজে,জান না কি মস্ত কুলীন ওযে।সমাজে তো উঠতে হবে সেটা কি কেউ ভাব?ওকে ছাড়লে পাত্র কোথায় পাব?’ক) ‘সেই নিশানাটি হারাইয়াই তো মুশকিল হইয়াছে’—এখানে কোন নিশানার কথা বলা হয়েছে? ১খ) ‘আপনি আছেন আপনার খেয়ালে’ হাতেম আলি কেন পীর সাহেবকে এ কথা বলেছেন—ব্যাখ্যা করো। ২গ) উদ্দীপকে ‘বহিপীর’ নাটকের কোন সামাজিক অসংগতি ফুটে উঠেছে, তা ব্যাখ্যা করো। ৩ঘ) উদ্দীপকের মঞ্জুলীর বাবা কি তাহেরার বাবার সার্থক প্রতিনিধি? তোমার মতামত দাও। ৪৮। রুবিনা বেগম তাঁর ভাই আখতার হোসেনের রাইস মিল রক্ষার জন্য টাকা দিতে চাইলেন। কিন্তু শর্ত হলো যে আখতার হোসেনের মেয়ে আশাকে তাঁর ছেলে আরাফাতের সাথে বিয়ে দিতে হবে। আরাফাত মাদকাসক্ত। আশা এ বিয়েতে রাজি নয় বলে আখতার হোসেন তাঁর বোনের টাকা নিতে অস্বীকৃতি জানালেন। এবার রুবিনা বেগম বললেন, বিয়ের শর্তে নয়, তিনি বোন হিসেবে ভাইকেসাহায্য করতে চান।ক) বাইরের ঘরে মোড়ার ওপর কে বসে আছে? ১খ) ‘আমি যেন বার্তা বাহক’ নিজের সম্পর্কে হাশেম আলির এ উক্তি করার কারণ কী? ২গ) উদ্দীপকের আখতার হোসেনের সাথে ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের মিলরয়েছে, তা ব্যাখ্যা করো। ৩ঘ) ‘বহিপীরের মতোই রুবিনা বেগমের বোধোদয় ঘটেছে’—উক্তিটির যৌক্তিকতা বিচার করো। ৪৯। বিদেশি সেনার কামানে-বুলেটে বিদ্ধ,নারী শিশু আর যুবক জোয়ান বৃদ্ধ।শত্রু সেনারা হত্যার অভিযানে,মুক্তিবাহিনী প্রতিরোধ উত্থানে।মুক্তির পথ যুদ্ধের রথ জেনে,ঘাতক ধ্বংস করেছে অস্ত্র হেনে।ক) যুদ্ধের সময় আবার কোন মাস এসেছে?১খ) মিলিটারি ক্যাম্প উড়িয়ে দেওয়ার আগে বুধাকে শিল্পী শাহাবুদ্দিন কী করার পরামর্শ দিলেন—ব্যাখ্যা করো। ২গ) উদ্দীপকের কবিতাংশের চরণগুলোতে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন দিকটির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো। ৩ঘ) উদ্দীপকটি ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের মূল ভাবকে ধারণ করেছে—মন্তব্যটির যথার্থতা যাচাই করো।.

No comments:

Post a Comment