সত্যিকার ভালোবাসা কি জানো?তুমি আমায় ভালোবাসো না জেনেও,আমি তোমায় অনেক ভালোবাসি।তুমি আমায় অবহেলা করো জেনেও,তোমার অবহেলায়ওআমি অনেক সুখ অনুভব করি।কারণ,আমি যে তোমায় অনেক ভালোবাসি।
তুমি আমায় চাওনা জেনেও,তোমায় আমি পাওয়ার আশা করি।পাইবা না পাই,তুমি ফিরে আসবেএইটুকু আশা নিয়েতোমার জন্য অপেক্ষায় থাকি;কারণ,আমি যে তোমায় অনেক বেশি ভালোবাসি।আর এটাই তোমার প্রতি আমার সত্যিকার ভালোবাসা।সত্যিই আমি তোমায় অনেক ভালোবাসি।প্রতিদানবিহীন।
No comments:
Post a Comment