শিপরা সরকার

ShamimFire

Shamim

Sunday, 7 February 2016

* লিজার সাথে দেখা করা.....

আজ আমার জিবনের প্রথম ভালোবাসা ধরা চলে আমি তোমাকে আমার নাম্বার টা যখন দিলাম তুমি গ্রহণ করো নি। কিন্তু কয়েক দিন পর হঠাৎ ফোন আসল।তো ফোনটি ছিল তোমার আমি বল
লাম তুমি কেমন আছো। তুমি আমার নাম্বার কোথায় পেলে। তারপর তুমি দেখা করার কথা বললে ০৬/০২/২০১৬ ইং রোজ শনিবার ১.৪৫ মিনিটে।আমি তখন ১২.৩০ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম যাওয়ার সাথে সাথেই চায়ের দোকানে চা খেলাম।কিছুক্ষণ পর তুমি আসলে আমাদের দেখলে আমাকে একা ডাকলে তখন আমি সেই সময় আমার জিবনের প্রথম তোমার সাথে দেখা করলাম।সেদিন আমি তোমারর দিকে ৩০ সেকেন্ড তাকিয়ে লজ্জায় নিচের দিকে তাকিয়ে ছিলাম।বলছিলাম চলো হাটি আর কথা বলি তো তোমরা হাটার সময় আর কথা হলো না।সেদিন আমার সাথে ছিলো যাদের কথা না বললেই নয় সবসময় আমার পাশে এবং সাথে থাকে বিকাশ,রাজু এবং কি রাশেদ। রাশেদ আমাদের ছোট হলেও অনেক ভালো একটা ছেলে।আর আমার প্রিয় বন্ধু যার কোন তুলনা হয়না সে হচ্ছে লালচান ও আমাকে সম্ভব হলে অনেক হেল্প করে।সত্যি বলছি আমি তোমাদের কখনো ভুলতে পারব না।

No comments:

Post a Comment