শিপরা সরকার

ShamimFire

Shamim

Thursday, 26 November 2015

* HSC Bangla Examine suggestion 2016

এইচএসসি পরীক্ষার# বিশেষ প্রস্তুতি- ১০১# বাংলা ১ম পত্রসুপ্রিয়শিক্ষার্থী,শুভেচ্ছা নিও।সৃজনশীল ও বহু নির্বাচনিজ্ঞানমূলক প্রশ্নেরউত্তর দেয়ার জন্য নিচেরপ্রশ্নোত্তরগুলো তোমাদের জন্য সহায়ক হবে।
……………………………………………১. লেখকেরাও অবশ্য দশেরকাছে হাততালিরপ্রত্যাশা রাখেন-এখানে 'হাততালি' অর্থ-Ο ক) নিজেকে প্রকাশ করা Ο খ)প্রেরণা লাভকরা Ο গ) স্বীকৃতি লাভ করা Ο ঘ)নিজেকে বড়করা২. 'বুকের ভেতরটা হু হু করিয়াউঠিল'কার?Ο ক) হৈমন্তীর Ο খ) হৈমন্তীরবাবার Ο গ) অপুর Οঘ) অপুর বাবার৩. ‘সাহিত্যে খেলা’প্রবন্ধটি সর্বপ্রথম প্রকাশিতহয় কোনপত্রিকায়?Ο ক) সবুজপত্র Ο খ) ধূমকেতু Οগ) ভারতী Ο ঘ) মিহির৪. 'সাহিত্য খেলা' প্রবন্ধঅনুসারে সাহিত্যের উদ্দেশ্য কী?Ο ক) আনন্দ দেওয়া Ο খ) শিক্ষাদেওয়া Ο গ)মোনরঞ্জন করা Ο ঘ)আত্মপ্রকাশ করা৫. ‘প্রবৃত্তি’ শব্দটির অর্থ কী?Ο ক) আকাঙ্ক্ষা Ο খ) ইচ্ছা Οগ) সত্তা Ο ঘ)পরোপকার৬. রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণকরেন কখন?Ο ক) ৭ আগস্ট ১৯৪১খ্রিস্টাব্দেΟ খ) ৭ সেপ্টেম্বর ১৯৪১খ্রিস্টাব্দেΟ গ) ৭ অক্টোবর, ১৯৪১খ্রিস্টাব্দেΟঘ) ৭ নভেম্বর ১৯৪১খ্রিস্টাব্দে৭. কী করলে সাহিত্যের আবেদনক্ষণস্থায়ী হয়?Ο ক) রচনায় স্বার্থ-পরার্থে রযুগপৎ সাধন করলেΟ খ) উদ্দেশ্যহীন আনন্দপরিবেশন করলেΟ গ) সাহিত্যমানবাত্মা খেলা করলেΟ ঘ) পাঠকদের মনোরঞ্জনেরচেষ্টা করলে৮. 'সাহিত্য খেলা' প্রবন্ধটিসর্বপ্রথমপ্রকাশিত হয় কোন পত্রিকায়?Ο ক) 'ভারতী' পত্রিকায় Ο খ)'সবুজপত্র' পত্রিকায়Ο গ) 'সমাচার দর্পণ' পত্রিকায় Οঘ) 'সংবাদপ্রভাকর'পত্রিকায়৯. এ যে দুর্লভ, এ যে মানবী, ইহাররহস্যের কী অন্ত আছে?উক্তটিতে প্রকাশ পেয়েছে -i. অপুর মানসিক অভিব্যক্তিii. স্ত্রী হিসেবে হৈমন্তীরমূল্যায়নiii. নারীর মন আবিষ্কারনিচের কোনটি সঠিক?Ο ক) i ও ii Ο খ) ii ও iii Ο গ) i ওiii Ο ঘ) i, ii ও iii১০. অপুর বাবারসদুপদেশটা বাজে ঠেকল কেন?Ο ক) হৈমন্তী সত্যবাদী বলে Ο খ)হৈমন্তীমিথ্যাবাদী বলে Ο গ) হৈমন্তীরাগীবলে Ο ঘ)হৈমন্তী একগুঁয়ে বলে১১. ‘শব্দচ্ছেদ’ কথাটি দিয়েপ্রাবন্ধিকযা বুঝাতে চেয়েছেন -i. শবদেহ কেটে পরীক্ষা করাii. মড়া কাটাiii. মড়া পোড়ানোনিচের কোনটি সঠিক?Ο ক) i Ο খ) ii Ο গ) iii Ο ঘ) i ও iii১২. একটু উঁচুতেনা চড়লে আমরাদর্শকএবং শ্রোতৃমন্ডলীর নয়ন মনআকর্ষণকরতে পারিনে-উক্তিটি কোনপ্রবন্ধের অন্তর্গত?Ο ক) সাহিত্য খেলা Ο খ)অর্ধাঙ্গী Ο গ)কমলাকান্তেরজবানবন্দিΟ ঘ) যৌবনের গান১৩. 'মেয়ের বয়স বড় বলিয়া পণেরঅঙ্কটাও বড়'-উক্তিটি কিসেরপ্রতি ইঙ্গিত করে?i. বিংশ শতাব্দীর হিন্দু সমাজেরদৃষ্টিভঙ্গিii. কুসংস্কারাচ্ছন্ ন হিন্দুসমাজেরদৃষ্টিভঙ্গিiii. বিংশ শতাব্দীর নারীরঅবমূল্যায়ননিচের কোনটি সঠিক?Ο ক) i ও ii Ο খ) i ও iii Ο গ) ii ওiii Ο ঘ) i, ii ও iii১৪. ‘সৃষ্টি তাঁর লীলামাত্র।’ -এখানে ‘তাঁর’বলতে কাকে বোঝানো হয়েছে?Ο ক) ঈশ্বরকে Ο খ) লেখককে Οগ) ঈশ্বরেরশক্তিকে Ο ঘ) কবিকে১৫. মানুষের দেহ-মনের সকলক্রিয়ারমধ্যে শ্রেষ্ঠ-Ο ক) ক্রীড়া Ο খ) ঘুমানো Ο গ)খাওয়া Ο ঘ)দৌড়াদৌড়ি১৬. প্রমথ চৌধুরীর মতে ইতরশিল্পীদেরসঙ্গে কলা রাজ্যের মহাপুরুষদেরপার্থক্য হলো -i. তাঁরা শিবও গড়তে পারেন,বাঁদরও গড়তে পারেনii. তাদের হাতে এক করতে আরহয়নাiii. তাঁদের যা খুশি করার অধিকারআছেনিচের কোনটি সঠিক?Ο ক) iও ii Ο খ) ii ও iii Ο গ) i ওiii Ο ঘ) i, ii ও iii১৭. লেখকের মতে সাহিত্যেরউদ্দেশ্যকোনটি?Ο ক) সমাজের মনোরঞ্জনকরাΟ খ) অন্যের মনের অভাব পূরণকরাΟ গ) মানুষেরমনকে জাগানোΟ ঘ) মনকে বিশ্বের খবরজানানো১৮. 'সাহিত্য খেলা' প্রবন্ধে মূলতকোনবিষয়টি ফুটে উঠেছে?Ο ক) শিক্ষার আদর্শ ও উদ্দেশ্যΟ খ) সাহিত্যচর্চার আদর্শ ওউদ্দশ্যΟ গ) বিনোদনের উদ্দেশ্য Ο ঘ)খেলাদূলারউদ্দেশ্য১৯. ভাস্কর রোঁদ্যারউল্লেখযোগ্য কাজকোনটি?Ο ক) চিন্তাবিদ Ο খ) আদম Ο গ)বার্ঘাস অবক্যালে Ο ঘ) ইভ২০. অপুকে শ্বশুরের দেওয়া শটাকারনোটখানা অপুর কাছে ঘুষমনেহওয়ার কারণ হলো-Ο ক) দ্রুতটাকাটা গুঁজে দেওয়ায়Ο খ) টাকাটা অতি সংগোপনেদেওয়ায় Ο গ)মেয়েরভয়ে টাকা দেওয়ায়Ο ঘ) টাকাটা দিয়ে দ্রুতপ্রস্থান করায়২১. মানুষের দেহমনের সকলপ্রকারক্রিয়ার মধ্যে ক্রীড়া শ্রেষ্ঠহওয়ার কারণ কোনটি?Ο ক) তা উদ্দেশ্যহীন বলে Ο খ)তারউদ্দেশ্যপ্রণোদি তবলেΟ গ) তা মনোরঞ্জনকরে বলেΟ ঘ) তাতে প্রশংসা পাওয়া যায়বলে২২. প্রাচীন আর্য সমাজেরচতুর্থ বর্ণেরতৃতীয় স্তর-Ο ক) ব্রাহ্মণΟ খ) ক্ষত্রিয় Οগ) বৈশ্য Ο ঘ) শূদ্র২৩. হৈমন্তী ইংরেজি কবিতারবইটি খুলল না কেন?Ο ক) ইংরেজি জানা ছিলনা বলেΟ খ) কবিতা ভালো না লাগারকারণেΟ গ) মানসিক অবস্থা বিপন্নহওয়ায়Ο ঘ) দীর্ঘ অসুস্থতার কারণে২৪. 'হৈমন্তী' গল্পটি প্রথমকোনপত্রিকায় প্রকাশিত হয়?Ο ক) 'সবুজপত্র' পত্রিকায় Ο খ)'বঙ্গদর্শন'পত্রিকায় Ο গ) 'দিকদর্শন'পত্রিকায় Ο ঘ)'সমাচার দর্পণ' পত্রিকায়২৫. মোক্ষলাভের একমাত্রউপায় কী?Ο ক) নিষ্কাম কর্ম Ο খ) সাহিত্যসৃষ্টি Ο গ) আনন্দকরা Ο ঘ) জ্ঞানার্জন২৬. 'সাহিত্য খেলা' প্রবন্ধেরতাৎপর্যহলো-i. সাহিত্যের প্রকৃত

No comments:

Post a Comment